(আজ বিশ্ব পরিবেশ দিবস।সেই আলোকে আজকের কবিতা)


কত শত সাগর নদী যাবে শুকিয়ে
কত শহরের পরিনতি হবে মরুতে,
উষ্ণায়নের থাবা বাড়তেই থাকবে
সে জ্বালা বুঝবে এ বিশ্ব আগামীতে।


উন্নতির শিরোপা আজ ধারণ করে
ভাবছি এ দুনিয়ায় কতই না সুখী,
উষ্ণতার তাপে জ্বলছে এ ধরণী
মৃত্যু হাতে নিয়ে দিন শুধুই গুনছি।


যন্ত্রায়নকে করেছি সম্বল এ বিশ্বে
দুনিয়াকে জুড়েছি ডিজিটালায়নে,
এর প্রভাব পড়েছে আকাশে বাতাসে
এ বিশ্ব ভাসে ওজোন স্তরের ক্রন্দনে।


উষ্ণায়নের বৈঠক হয় বিশ্ব জুড়ে
ছোট বড় দাদা করে অংশ গ্রহণ,
তৃতীয় বিশ্বের উপর দায় চাপায়
ফল শূণ্য; করে শুধু পেশী আস্ফালন।


উষ্ণায়নে এ দুনিয়ার  ধ্বংস অনিবার্য
তবু মনে জাগে না একটুও সুমতি,
না হয়ে সচেতন করে  অন্যায় আচরণ
ধ্বংসেও দূর হবে না এদের  দুর্মতি।


অসময়ের মৃত্যুর সাথে বেঁচে থাকা
প্রভাবে বাড়ছে যত রোগ জরা ব্যাধি,
থামবে না যুদ্ধবাজদের আস্ফালন
ফিরবেনা পৃথিবীর বুকে শান্তি।


জাগো মানুষ  জাগো এ দুনিয়া জুড়ে
তোল আওয়াজ দূষণ মুক্ত পৃথ্বির,
ধন্য হোক সবার এ বাঁচার লড়াই
এ পৃথিবী হোক সুখ আর সমৃদ্ধির।