এসেছে সময় শোধরে নেরে সবাই
আর করিসনে ভাই একটুও দেরী,
ভেঙে ফ্যাল আছে যত বাধার আগল
ভেঙে ফেল সব কু-সংস্কারের বেড়ী।


ভাই হয়েও ভাইকে করিস আঘাত
গ্রাম শহরে ঘটাস কত রক্তপাত!
এসব করে কি আছে লাভ? ভেবে দেখ;
মনঃকষ্ট করে নাকি মনে রেখাপাত?


এসব করে পেলি কি ভাই রাজ টিকা?
কিবা উপকার পেল তোর পরিবার?
লাভের গুড় সব পিঁপড়েরাই খেল
পুষ্টি হলো শুধু অসুর রূপী নেতার।  


যেদিন বুঝবি ভাই এই সব ভুল
দূর হবে ভ্রাতৃঘাতী দাঙ্গা লড়াই,
নব সৃষ্টির উল্লাসে মাতবো সবাই
ভাসবো মোরা এই খুশীর দুনিয়ায়।