আমার ভিতর 'দিয়া' চালাইতেছ মোরে,
                   আমি তাহা তো বুঝিতে পারি।
         তোমার হাতেই বন্দী এখন,
         মুক্তি পাব জানিনা কখন,
         মৃত্যু যখন আসিবে তখন,
                   তুমি যাইয়ো আমায় ছাড়ি।
আমার জীবন পথে, সদা চলার সময়,
                    চলেছো তুমি সঙ্গ-'দিয়া',
        আজ দেখি মোর, যত ক্ষত
       তারা বেদনার বাণে জর্জরিত,
     চলতে পারেনা ঠিক তোমার মতো,
                 তাই আজও কাপে মম হিয়া।
আজ আপন পরিচয় তাইতো আমি,
                  আবার জিজ্ঞাসা করি তোমারে।
        বলো কি-বা মোর পরিচয়,
        সামনে যাহা, সত্য তা নয়,
       তবে আজ কার পরাজয়?
               বিজয় মাল্য পরাবো কি তোমারে?
আজ আমি জিজ্ঞাসা করিনি তোমায়,
                       সহস্র প্রশ্নের সহস্র উত্তর,
     বসে থেকো না আর চুপ হয়ে
     ঘড়ির কাঁটায় যাচ্ছে সময় বয়ে,
    থাকবে কি সারাজীবন পাশে রয়ে?
                  আমায় উত্তর, পাঠাইয়ো সত্তর।।