দেখতে দেখতে বদলে যায়
                এই জীবনের রঙ,
প্রিয় মানুষটাও একসময়
             জানি ছেড়ে দেয় সঙ।
সময় মানুষকে শিখিয়ে দেয়
            গুরুত্বপূর্ণ কথা,
সময় মানুষকে বুঝিয়ে দেয়
           জ্বালা, যন্ত্রনা, ব্যথা।
রঙ বদলাতে দরকার সময়
           আর বেশী নয় কিছু,
সময়ের সাথেই আমরা আজ
           চলি তার পিছু পিছু।
প্রকৃতির ন্যায় মানুষ আজ
          বদলায় রঙ তার,
কাছে এসে সে দুরে চলে যায়
            শেষ হলে দরকার।
তার সাথে পথে হয়েছিল আলাপ
           পথেই হয়েছিল দেখা,
দেখি আবার আমি দাঁড়িয়ে রয়েছি
            আজ সেই পথেই একা।
                   শুধু বদলে গেছে সময়ের চাকা।।