সেকথা আজ প্রায়,    অনেকদিন হল,
              আমি ভুলেই গেছি তাকে;
সেই হারিয়ে যাওয়া,   দিনগুলির কথা,
              আর কেই বা মনে রাখে ।
যেন চেনা দুটি চোখ,  আজ হারিয়ে গেছে,
              ধরতে চেয়েছিলাম যাকে,
যে চলে যেতে চায়,  তাকে আর কি কেউ,  
           কখনো  আটকে ধরে রাখে ?
মাঝে মাঝে মনে হয়,   যেন পারিনি তাকে,
           আমি চিরতরে যেতে ভুলে,
যে আমার জীবন,     ভরিয়ে দিয়েছিল,
        বসন্তের নানা রঙের ফুলে ।
সামনের রাস্তা থেকে,   বাড়ির দরজা দিয়ে,
           যখন দেখা যেত তার মুখ,
তখন সেটুকু দেখাই,   আমার কাছে ছিল
           যেন সবচেয়ে বেশি সুখ ।
তার ছবি একটা,     পেয়েছিলাম আমি,
           তার এক বন্ধুর কাছ থেকে,
আমি ভুলিনি তাকে,    চেয়েছিলাম যাকে
        তার ছবি আজও রয়ে গেছে ।
রোজ পেতাম দেখা,   গাছের নিচে একা,
              দেখতাম  রয়েছে বসে সে,
আমার চেনা মুখ,     আর সেই সুখ,
            জানি  ছবিতে রয়েছে যে ।
আজও মনে পড়ে,    এসেছিল দৌড়ে,
          সে দিয়েছিল একটা চিঠি ,
আজও রাখা আছে,  দেখি বই-এর মাঝে,
            আমায় লিখেছিল সে যেটি ।
মাঝে মাঝে পড়ি,    সেই চিঠি আজও
        মনে পড়ে যায় তার কথা,
কত  স্মৃতি কথা,      মনে পরে যায়,
          আর তার দিয়ে যাওয়া ব্যাথা ।
সেই চিঠি আজ,     পুড়িয়ে ফেলব,
        আমি করে দেব তাকে ছাই,
ভুলে যাব তাকে,     বিদায় জানিয়ে,
           আমি বলবো তাকে 'বাই' ।।


                                            -প্রদীপ কুমার সুতার