আমি তোমার সবটা আবিষ্কার করতে পারিনি;
তোমার ঢেউয়ের গভীরে হারিয়েও মুক্তের সন্ধান পাইনি,
তোমার উত্তাল জোয়ারে ভেসেও ডাঙ্গায় পৌঁছোতে পারিনি,
তোমায় যতবার স্পর্শ করেছি ততবারই হয়েছি সিক্ত।


আমি তোমার সবটা আবিষ্কার করতে পারিনি;
যখনই দীর্ঘ কালো শাপলার বেণী সরিয়ে তোমায় ছুঁয়েছি
সন্ধ্যামালতীর সৌরভে তোমার বনলতায় আত্মসমর্পণ করেছি
দীর্ঘ চুম্বণে; পূর্ণিমার গোধূলীবেলায় হারিয়েছি আমার আমিকে।


আমি তাও তোমার সবটা আবিষ্কার করতে পারিনি;
বসন্তের ভোরে কৃষ্ণচূড়ার আবীরে তোমায় রাঙিয়ে দিতে পারিনি
সময়ের ঘর্ষণে নৈঋত হাওয়ায় কল্পনায় হারিয়েছি, পাখির কলতান
বুঝিয়েছে আমি কখনোও তোমার সবটা আবিষ্কার করতেই চাইনি।


তোমার বক্ষমাঝে পাড়ি দিয়েছি, অনিদ্রায় রাত্রিযাপন করেছি
মৌমাছির কামড়ের মত একটা বিষ আমার শরীরে ছড়িয়েছে,
একটু একটু করে নিস্তেজ শরীরটা লুটিয়ে গেছে তোমার জঠরে
তোমাকে তবুও আবিষ্কার করতে পারিনি, তোমাতেই মিশে গেছি।
অনাবিষ্কৃত থেকে গেলে তুমি. . . . .।।