---।।আমার প্রিয় শব্দগুলো এখনও ঘুমিয়ে।।---
    ---  প্রলয় রায়


আমার প্রিয় শব্দগুলো এখনও ঘুমিয়ে
শিক্ষা,চেতনা,সংগ্রাম,মুক্তি আরও অনেকে
মনের গভীরে- এখন ঘুমাও দেবো উঠিয়ে-
কারা লুকিয়ে ওত পেতে, ঐ বন্দুক উঁচিয়ে?
জেগে আছি, ভয় চলে গেছে আজ সবার
যেদিন দেখেছি, রক্ত ঝরে না আর তোমার
পাথর ভেঙে ভেঙে হয়েছে শক্ত হাত
লোহা ঘেঁটে ঘেঁটে লোহা হয়েছে পা
গুয়ান্তানামো থেকে পুবের মায়ানমার
লঙ্ঘিত মানুষের অধিকার - বারংবার-


চিনেছ কি ওদের নতুন হাতিয়ার?
শুনেছ কি নতুন কৌশল কারবার?
গুলিতে ব্যায় বাড়ে,মিছিলের হৈ-চৈ-  
কাঠ দামি- কংকালের ও ঠাঁই নাই-
দেখলে তো এক অনুজীব
নিয়ে গেল কত লাশ সজীব
ধৈর্য ধরো,আরো কত আছে -
গুপ্ত অণু পরমাণু- জীবানুর সাজে
সেদিন দূরে নয় - গবেষণা শেষে
লাশের পাহাড় - লাগাবে কাজে।


নতুন কৌশল কাগজে হলুদরঙ্গে
বাতাসে ভাসছে বার্তা সুক্ষ্মতরঙ্গে
বয়ে আনে মুঠো ফোন, নিয়ে শর্ত
নির্ধারিত প্রতিঅনুক্ষন,আছে খোঁড়া গর্ত
কবে সব যাবে - শেষ ঘুমে,
এক ঘাম রক্তে, আধপেটা খেয়ে।
কাঠের বেঞ্চে উইপোকা লেগেছে,
বোতাম টেপার সময় -দ্যাখোনি?
মার্কসিট এর কাগজ -আসেনি?
পড়ে দেখো, সব পাশ হয়ে গেছে।


তোমার ধুসর শরীর মাটিতে ঢাকা
উপরে ঘুরছে সবুজ গ্রহের চাকা
চাবি গুটিকয় লোকের হাতে
জগত জুড়ে চরম আঘাতে
অক্ষরগুলো জেগেছে একসাথে
শব্দ শুনতে পাচ্ছি যত অনন্ত-
পড়ে শিখতে হবে শেষ পর্যন্ত -
শিক্ষায় চেতনার তীব্র আগুন জালো
সহস্র জনতার বিন্দু বিন্দু আলো
মিলেই উঠবে পৃথিবীর নতুন সূর্য।