---।বরষার আকাশ।---
     --প্রলয় রায়


নীল আকাশের রূপ ধরেছে  
    মেঘেদের ঐ ঘুম ভেঙেছে
করে সবাই আনাগোনা
    ঘরে আজ আর ভাল্লাগেনা
চলো যাই দেখে আসি
    মেঘের সাথে করি হাসি
সাদা মেঘের নীল রাজত্বে
   পক্ষীরাজের ঘোড়া ছোটে
কাজ ছেড়ে ওই চাষির ছেলে
    আকাশ পানে দু চোখ মেলে-
বৃষ্টি এলে আকাশ থেকে
    তবেই ওরা খেতে পাবে
পথচারি সব দাঁড়িয়ে থাকে
    থামিয়ে হাঁটা আকাশ দেখে  
কবিরা সব বসে গেছে
    খাতা কলম সঙ্গে আছে
ও পাড়ার ঐ মেয়েগুলো
    মোবাইলে ছবি তোলে
তোলা হলে অনেক গুলো  
    ফেসবুকে সব দিয়ে দিলো
ভার্চুয়াল সব বন্ধুগুলো
   যত পারে লাইক দিলো
হঠাৎ করে কালো মেঘ-উড়ে  দিগ্বিদিক
   কোথা থেকে এল সব-এদিক সেদিক
উড়িয়ে পাখি গাছের সারি
    চারিদিকে আঁধার করি
ছুটিয়ে মানুষ বনবাদাড়ে
   বৃষ্টি এল তড়বড়িয়ে
আপন মনে যত চাষী  
    জমি চষে বেজায় খুশি
এবার বোধহয় সময় এলো
    সোনার ফসল ফলবে ভালো।
--------------+++++---------------