-----।।হে স্বপ্ন বিলাসিনী।।----


       ----প্রলয় রায়


হেমন্তের হলুদ বিকেলের আলোয় তোমার
- সবুজ দু চোখের চৌম্বকিয় আবেদন  
হৃদয়ের গভীরে তোলে তীব্র আলোড়ন।  


রঙিন মাস্কের আড়ালে রোমান নাসিকার
ও ফুটন্ত গোলাপের পাঁপড়িসম ঠোঁটের
অমোঘ আকর্ষন-করে যেন প্রলম্বিত চুম্বন।


নিরাভরণ পিঠের উপর অতিবেগুনি রশ্মির
আলোয় আলোকিত বর্ষবলয়ের চক্রাকার
বিভাজন -আবেশিত করে সুখের অনুরনন।


কে তুমি হে স্বপ্নবিলাসীনি-উড়ায়ে নিয়েছো
আমারে-আল্পস্ পর্বত মালার শুভ্র শিখরে।


এক স্বপ্নাবেশে-তুমি সাঁতার কাটিয়েছো    
  মোরে-কোন সুদুর নীল ভুমধ্যসাগরে।


নীল ময়ুরির পেখম মেলে উড়িয়েছো
তুমি - নীল আকাশের শেষ সিমানায়।


চির অধরা তুমি- তবু আজও খুঁজে বেড়ায়
তোমায় -অর্ধ শতাব্দীর বিশ্বপরিক্রমায়।
-----------+++++------------