।। হেমন্তের বেলাতে।।  
-- প্রলয় রায়
দুপুরেরা ছোট হয় অতি দ্রুত চলে যায়
গিলে নেয় নিশি রাত খিদে তার বেড়ে যায়
চামড়ার জমি জুড়ে ফুটিফাটা গ্রীষ্ম
ত্বকে  আর ক্রিমেতে গড়ে ওঠে  সখ্য।


কান ঢাকা বুড়ো রা জমেগেছে আড্ডায়
বার বার চা বানিয়ে গৃহিনীতে গাড্ডায়
দিন রাত গাল দেয় ছোট দিন বেলাকে
ক্রিকেটটা জমে যায় পাড়ার রোয়াকে।


উঠেছে খেজুর গাছে হাঁড়ি নিয়ে  টাঙাতে
ঠোক রায় কাকেরা পোড়া মাটি হাঁড়িতে
দুই বেলা জ্বাল দেয় গুড় শাল আখড়ায়
নলেনের সুবাসেতে চারিদিক ভরে যায়।


শিশিরের ভেজা মাঠে হেমন্তের শুভ শীতে
পাকা ধান গোছা করে হৃদয়ের মাঝটিতে
দিন রাত মাঠে ঘোরে চাষি  ভাই খেটে মরে
ঝাড়া ধানে গোলা ভরে মালিকের পাতে পড়ে।