----।।কেউ রব না চিরকাল।।---


        ---প্রলয় রায়


কেউ রব না চিরকাল এই বনতলে
অরন্যানী রয়ে যাবে এই ধরাতলে
নির্বাক সাক্ষ্য তারা অনন্ত সময় জুড়ে-
প্রতিনিয়ত দেখে,কান্না হাসি কিভাবে ভাঙ্গে আর গড়ে-
মায়াময় জগতের ধূসর ইতিহাস -
দীর্ঘজীবি অরন্যের প্রগাঢ় নিশ্বাস-  
অনুভূতির অ্যান্টেনায় ধরা পড়ে-
চিরতরে রয়ে যায় মগজের স্নায়ু ভাঁজে-
লেখা থাকে বাকলের খাঁজে খাঁজে,হলুদ পাতার অন্তর্ভাঁজে।
উঁচু নীচু ঢিবির সন্নিহিত পাথরের অসমান বিমূর্ত ক্ষত
লিখে রাখে মানব মানবির বিশেষ  মুহুর্ত কত-
ঘাসে জড়ানো নিপুন সাজানো পাথরের কোলাজ
সৃজনশীলতার প্রদর্শন-রয়ে গেছে চিরতরে সে সুক্ষ্ম কাজ।


বন বাংলোর নিভৃত কোন,
মৃদু জোছনায়-বনানীর মর্মর রোদন,
প্রাচীণ খোদাই মুর্তির উদাস চোখ-
যেন ডিজিটাল সংকেত ধরে রাখে,
পাথরের বেঞ্চি নিঃশব্দে ক্ষত বয়ে চলে-
অজন্তা ইলোরার মূর্ত  ইতিহাস-
লড়াই করে নিত্য প্রকৃতির রোষ-
জীবনের পথচলা তবু থামেনা কোথাতে-
গতিশীল জীবন বাঁক নেয় কঠোর আঘাতে।
মিশে যায়  বহমান ঢেউ এর তরংগমালায়-
সমুদ্রের গভীর খাতে বিলীন হয়।
----------++++++--------------