------।।খান দানি ছিপুড়ে।।----
     -------প্রলয় রায়


খানদানি ছিপুড়ে
              নাম তার মাছুড়ে
দেহখানি ভারীরে
               ঘর তার পুকুরে    
পুবপারে ডাইনে  
                ডাল টার উপড়ে
মাসগেলে মাইনে  
                মাছ ধরে পুকুরে
ছিল ছিপ পাঁচটি
               পেল খান দুইটি
বাদ গেল তিনটি  
               ভার হল মনটি।


কাউকে তো বলেনা
               সারাদিনে পেলনা
কেউ তো জানেনা
                মাছ আর ওঠেনা
শেষ মেষ বলেছে
                ইঁদুরেতে খেয়েছে
যেই ব্যাটা খেয়েছে
                 বড়শিতে বিঁধেছে
মাছুড়ের ছিপ গেছে
                 ইঁদুরের জিভ গেছে
দিন গেছে রাত গেছে
                 ঘুমটা উবে গেছে।


গাছ বাড়ি শখটা
                  ছিল তার বরাবর
বড় ডাল শাখাতে
                  করেছিল ঘর তার
চার দিকে হুল্লোড়
                  গ্রামে রটলো খবর
কখনো দেখেনি কেউ
                 এই রকমের ঘর
গাড়ি করে লোকরা
                 এল  সব থৈ থৈ
সব দিকে বাঁধলো
                 একে বারে হৈ চৈ।


ভাগিদার অংশের
                   ছিল যত লোকেরা
পুকুরের অধিকার
                   নিতে সব ছোকরা
মাছভাগ  চাইছে
                   ঝামেলা করছে
আগে  মাছ ভাগ
                  নইলে ভাগ আজ
মিটিংটা বসলো
                  আসরটা জমলো
কাঁসরটা বাজলো
                   মাছুড়ে হাস লো।
-------------++++++-------------