।।নদীর ধারে।।
      -- প্রলয় রায়
নদীর ধারেই থাকবো এবার বসে
ওপার থেকে হরেক  মানুষ  আসে
দুপুরের কষ্ট সব বিক্রি হয়ে গেছে
অপরাহ্নের আলো নিয়ে ফিরছে।

যাচ্ছে যারা, যেন কষ্ট কিছু রাখে সবাই
জমানো ভাড়ে দুঃখ-নগরের গাড়ী বয়।
ফেলে কোথা আসে- গড়ে ব্যথার  পাহাড়
ধবনীর সবুজ পাহাড়-দুঃখ শুষে সবার।


ফোটে বাহাড়ী ফুল লাগে সুখ  সজ্জায়
শোভা বেড়ে যায় নারীর নীল খোঁপায়।
বয়ে চলে যায় জীবন ধারার গতি
নৌকপালে লাগে সুখের অনুভূতি।


মাঝি গায় তার নায় -দুঃখের গান বাজে।
খুশিতে ফেরে ঘরে একরাশ ফুরফুরে মেজাজে।
ভাসায় জীবনের জয়গান নব রণসাজ
ক্লান্তি হীন তরী বয় শেষ হয় জীবনের সব কাজ


নদীর দুঃখ গেলে-নীলকণ্ঠ  সাগর কন্যে
বাষ্প বাতাস মেশে-নীল  মহাশুন্যে।
বৃষ্টি নিয়ে ফেরে নব নব শিশু কন্যে
বেঁচে থাকে সব-এক জীবনের জন্যে