---।।রক্ত নদীর বন্যায়।।--
      -----প্রলয় রায়


রক্ত নদীর বন্যায়-বহে রক্তস্রোত    
তপ্ত পৃথিবী গুনছে-কত প্রানপাত
একদিকে বঞ্চনার-কত ইতিহাস-
অন্য দিকে তঞ্চকের বেহায়া প্রকাশ
দিনরাতই হাজারো লোভের চাহনি
তারই মাঝে রেখেছি কুসুম দুখানি।


লালসার শিখা কত এগোবে জানিনা-
রক্ত স্রোতে ভাসাবে কি?না তাও অজানা
আরেক অর্ধ শতাব্দী-দরজা গোড়ায়  
দাঁড়িয়ে চঞ্চল মন-অস্থির হৃদয়
জপিছে শংকা,স্মরিছে-ওই বিধাতারে
শান্ত করোরে উন্মাদ এই জনতারে।


কোথা নিরাপদ এই-কুসুম কোমল  
পৃথিবীর যত ভীড়, নিরাপদ স্থল
আশ্রয় চেয়ে অশুভ-শক্তির ঐ নীড়ে
বিবেক কেঁদে উঠেছে ব্যথার এ ভারে
বিকোয় কোথায় যেন চক্রবুহ ফাঁদে-
হয়তো বস্তু জীবনে-নিত্যকার  চাপে।


আরো শক্তি দাও প্রভু-অন্তরে মোদের
রুখতে অশুভ শক্তি-বিষাদের ঘোর
কবে চলে গেছেন হে-মহান বিশ্বকবি!
সয়েছেন কত ব্যথা,বেদনার ছবি!
কবি সুকান্ত বিদায় নিয়েছে তরুন
কেঁদেছে শহর গ্রাম নিভেছে অরুণ।


পৃথিবী জুড়ে চলছে-কঠিন অসুখ
রক্ষা করবে কি করে?নির্মল অবুঝ-
পিছিয়েই যাবে ওরা,রুপেতেই শক্ত
অন্তরেই ভিতু ওরা,শক্ততেই ভক্ত
অন্তর কোমল হোক,বাইরে কঠিন
হয়ে যুঝতে হবে এ-মহা রণাঙ্গন!