---।। সাথি হারা রাতের পাখি।।---


           ----প্রলয় রায়


নিশুতি রাত ছোট্ট শহর সবাই এখন ঘুমে কাতর
রাতের পাখি আজকে কেন এত করে জেগে বাসর?
গাছটা তাদের আজ দুপুরে হঠাৎ করে কাটলো কারা?
রাত্তিরে তাই ঘুম নেইকো সবাই এখন সাথি হারা।


দিনের বেলা খাবার খোঁজে দুনিয়া ঘোরে
হুঁশ ছিল না ফিরতে হবে নিজের ঘরে
এখন দেখে অবাক তারা নেইকো ওদের গাছটা যে
ভেবে পায় না কুল কিনারা কাদের কাছে কোথায় যাবে।


হুক্কা হুয়া শেয়ালতে ডাক দিয়ে যায় -
খটাশ গুলো খট করে সব দৌড়ে পালায়-
সান্ত্বনা দেয় রাতের তারা যত আছে
বাচ্ছাগুলি জেগে ওঠে ঘুমের থেকে।


কুকুরগুলো ঝামেলা করে পৌর সভায়
নেকড়েরা সব ঘিরে ধরে বনবাংলোয়
কেন ওরা গাছ কেটেছে দুপুরবেলায়?
পাখি যত সর্বহারা ওদেরই তো অবহেলায়।
--------+++++--------