মিথ্যা জন্ম নিতেই
         সত্যের উৎঘাটন
পাপের প্রায়শ্চিত্তে
        পুণ্যের পদার্পণ ।


পরাজয়ে পরাজিত
        পরের জয়ে জয়
ক্ষতির মাসুল গুনি
        লাভের অংক হয় ।


ঘৃণ্য ঘৃণায় ঘৃণিত
        ভরে শ্রদ্ধা ভক্তি
হিংসার তরবারি ছাড়ি
        অহিংসাই মুক্তি ।


মন্দের গ্রাস থেকে
        ফিরে লাগে ভালো
অন্ধকার সরিয়ে দিতে
        আলোর প্রদীপ জ্বালো ।


মরণের ফাঁদে রয়
        জীবনের মূল্য
গরলের কাতরতায়
         অমৃতের তুল্য ।


অপমানে মাথা নত
        জিজ্ঞাসায় সন্মান
উচিত না অনুচিত
        ধায় প্রশ্নবাণ  ।


বিফল হয়েছিল বলে
         সফল তার জন্য
ব্যর্থতা ছিল বলেই
        সার্থক হয়ে ধন্য ।


অস্ত না গেলে হবে
        কেমনে উদয়
উত্থানের পিছনেতেই
        পতনের ভয় ।


পরাধীন দাসত্ব বোঝে
        স্বাধীনতার সুখ
প্রকাশনায় প্রকাশিত
        গোপনতার দুঃখ ।


ভয়ের ভিতরে লুপ্ত
        সাহসের ঘ্রান
মূঢ় না থাকলে কি
        হয় বুদ্ধিমান ।


ধরা পরে ধৃত ছিলে
        মুক্তিতেই তাই মুক্ত
উদ্ধারিত হতে হলে
        হতেই হবে লুপ্ত ।


নকল হতে সাবধানে
        আসলের খোঁজে মগ্ন
নির্মিত করতে হলে
        করতে হবে ভগ্ন ।


অধমের মধ্যে বোনা
        উত্তমের তীর্থ
বৈচিত্র হীন উদ্ভাসিতে
        এমনই বিচিত্র ।


অনিচ্ছায় স্বাদ পেতে
        ইচ্ছার হাত ধরে
মৌনী হয়ে পরলে তবেই
        মুখর হয়ে পড়ে ।


অচেনায় রয় চেনা
         অজানায় জানা
দুর্বারে জয় পেতে
         নিয়তবার মানা ।


বিষমেতে সুষময়
         বিষণ্ণে প্রসন্ন
নীরসের অন্তে রস
        সরস আসন্ন ।


সুশ্রী তুমি হতে না
        ও না হলে কুচ্ছিৎ
মনোহর পারতে হতে
        না থাকলে কুৎসিত ।


বাইরে ঘুরিফিরি
        ঘর তাই বাঁধে
অতীতে সিঁড়ি বেয়ে
        বর্তমান কাঁধে ।


বিশালের গঠনেতে
        ক্ষুদ্রাতি ক্ষুদ্র
শিথিলতা হতে হয়
         দৃঢ় সুদৃঢ় ।


বহুর জমায়েতে
        জমে বহু স্বল্প
অধিকের পরিমাণে
        ঈষৎ নয় অল্প ।


তিতোতে তিতো আছে
        স্বাদে তাই মিষ্টি
খরা বুক শুষ্ক
        তাই ভরা বৃষ্টি ।


পশ্চাৎ -এ ভর দিয়ে
        ছুঁয়ে আছে অগ্র
আদি অন্তের মাঝখানে
        বিশালাকার খড়গ ।


সেদিনের সেকাল হতে
         এখন একাল
ইহকাল হতে হবে
        কালে পরকাল ।


বিলম্ব ছিল কাল
        দেখা দেয় ত্বরা
শেষ হলে তবেই না
        পুনঃ শুরু করা ।  


            _____