সোজাপথ -
তুমি চলো এঁকে বেঁকে
অদ্ভুত শব্দে ডেকে ডেকে ;
যারা জানে থাকে সরে সরে, দূরে
সন্ধান পেলে ধাও তুমি তেড়েফুঁড়ে ।


এগোতে -
হাঁটাপথ, শুনি সরসর
চলেছ বুকে দিয়ে তুমি ভর ;
পাল্টেছ গঠণ, অন্যের গর্তে ঢোকাতে
দিলে না তুমি - নিজস্বতে ও লোকাতে ।


বীর্যবিষ -
কানায় কানায় উঠেছে ভরে
অসহ্য যন্ত্রনায় যাচ্ছো মরে ;
বিষাক্ত ছোবল বসালে শরীর ঠোঁটে
সারা  দেহ  নীল  হয়ে  ফুটে  ওঠে ।


একই মুখে -
ভিন্ন রুপে দুটি জিহ্বা
ফোনা তুলে মেলো কিবা ;
ভাবিনি এতোখানি একসাথে নেবে গিলে
ক্ষুধা ভোগে হায়, যাকে পেলে তুলে নিলে ।


খোলসে -
নিজেকে রেখেছ তুমি ঢেকে
বেরোবে পুরানো খোলস থেকে ;
এভাবেই পাল্টাও খোলসরুপি চর্ম
নবরুপে মেলে ধরা সহজাত তব ধর্ম ।