কড়া রোদে লোহা তপ্ত
জল পেলে,        শক্ত
তৃষ্ণার্থদের মিটিয়েছ তলে তলে।


ঘামে ভিজে স্রোত বয়
ঢেউ পেলে,        লয়
ঢেউ উথলে দিয়েছ কোলাহলে।


পালিশে কেটেছে সারা দিন
চাইলে পরে,            ঋণ
ব্যস্ত  থেকেছ  বিশেষ  কাজে ।


ঘষে ঘষে পড়েছে কড়া
আরো ঘষলে,      ধরা  
ধরেছ  বুকের  গাঢ়  ভাঁজে ।


দিন পেরিয়ে হিসাব নিকাশ
আরো গড়ালে,      প্রকাশ
নিয়েছ  হিসাব  কর্মের  শেষে ।


যেতে চাই পেতে ফিরে
পেতে পেতে,     ধীরে
পেতেছ বিছানা বেশ্যা আবেশে।