সেদিন ঐ বুনো ঝোপে
সন্ধ্যায় একটা সাপ ঢুকেছিল ।


অপেক্ষা করছিলাম সাপটা বের হলে, কিছু খবর নেবার
                   ইচ্ছে ছিল কিছু জানবার
                               ঝোপটা কত বড় !
                               কতই বা তার গভীরতা !


কিন্তু সে আর বের হল কই! বুঝে উঠতে পারছিলাম না
                  বেদেনীর ফাঁদে পরল কিনা
                               যে রকম কালো ঝোপ !
                               ফেরার পথ নাও পেতে পারে !


প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে, একসময় হাল ছেড়ে দিলাম
                 যন্ত্রনায়, মারা গেল নাতো
                              গিলেই নিল !
                              এতটা ক্ষিদে ছিল !


কালের রাতে ঝোপের পাশ থেকে সর সর শব্দ পেলাম
                 বুঝলাম সাপটা বেঁচে আছে
                             মরে বেঁচে !
                             আধমরার মতো !


কোনদিন সাপটা রেগে গিয়ে
যদি, নিজেদের বিষাক্ত প্রজাতিতে খবর দিয়ে দেয় !