কোথা থেকে
      আনলে ভূতি
ভূতি বলে তোর
      পাতে মুতি ।


আতি পাতি
      ঘাটের মরা
শুকিয়ে কাঠ
     তবু রস ভরা ।


অল্পে ভালো
     নয়তো গেলো
অতি লোভে
      নষ্ট-ই হলো ।


ফল সব্জির
     ফ-ল এর নিচে
পিঁপড়ে চলে
      পিছে পিছে ।


বাঁধি ধাঁধা
      দিয়ে উঁকি
উঁকিতেই দেখি
      বেশ ঝুঁকি ।