বন বাদারে নয়
        আ-বাদে পেলে
মসৃণ চকচকে
        হয়তো বা মেলে ।

বিদেশেও মেলে
        অন্য অর্থে
স্বার্থপর আগলায়
        নিজের স্বার্থে ।

রামকৃষ্ণ দেব
        করেছেন তুলনা
যে কথাটি
        মোটেও ভুলোনা ।

তিন নয় চার নয়
        অক্ষরের নাম
সময়ের বিচারে
        অর্থে মূল্যবান ॥