একটি গাছ
      একটি প্রান,
উদ্ভি - দানে
      জীবন দান |


চির সবুজ
      গাছের পাতা,
দেহ মনের
      শীত-লতা |


সালোক ক্রিয়া
      সবুজ রন্ধ,
শ্বাস প্রশ্বাস
      নচেৎ বন্ধ |


পুস্পে পুস্পে
      ভরা শাখি,
স্বর্গ মর্ত
     মেলে আঁখি |


রক্ষে ভক্ষে
      ফল ফলে-
শরীর-স্বাস্থ্য
      বুদ্ধি বলে |


রোগ ব্যাধি
      জরা জীর্ণ,
বন-ঔষধে
      স্ব-উওীর্ণ |


কোমল হৃদয়
      রুক্ষ কাষ্ঠ
গড়নে গঠণে
      জগৎ শ্রেষ্ঠ |


বন্ধ শ্বাস
      মৃত সাড়
দেহ পচে
      জৈব সার |


ক্ষুদ্র বৃহৎ
      প্রতি অঙ্গ
বাস্তুতন্ত্রে
      মানব সঙ্গ |


মুক্ত হৃদে
      গাছ লাগাও,
পরি-বেশে
      প্রান বাঁচাও |