নবনীবাবুর নয় সু-পুত্র
গর্বের  নয়টিই  নয়  রত্ন ,
পিতার প্রতি আগাধ শ্রদ্ধা ভক্তি –
সেবায় মেলে ‘ অভাবনীয় সব যত্ন ! ’


নবনীবাবুর নয় সু-পুত্র
বড়োটি - বড়ো হাসপাতাল ডাক্তার ,
দেশের  স্বাস্থ্য   রক্ষার্থে   দায়বদ্ধ –
‘ নার্স  রয়েছেতো  তোমাকে দেখবার ! ’


নবনীবাবুর নয় সু-পুত্র
দ্বিতীয়টি - স্কুল শিক্ষক প্রধান ,
দেশের ভবিষৎ গড়ার  এক দৃষ্টে –  
‘ আমাতেই তো আছে , তোমার অবদান ! ’


নবনীবাবুর নয় সু-পুত্র
তৃতীয়টি - বিরাট ইঞ্জিনিয়ার ,
দেশের অগ্রগতির লক্ষ্যে  স্থির -
‘ দাদা ভাইরা কাছে নেইকি তোমার ! ’


নবনীবাবুর নয় সু-পুত্র  
একটি – জনগণের বিশিষ্ট নেতা ,
মিটিং , মিছিল , সভা  , সমাবেশে –
‘ স্বার্থ নয় , ভাব দেশ ও দশের কথা ! ’


নবনীবাবুর নয় সু-পুত্র
পরেরটি – পোড় আইনজীবী ,
দেশে  সুবিচার  ফেরাতে  লড়াই –
‘ ভেবে বলো , তোমার আছে কি কোন দাবি ! ’


নবনীবাবুর নয় সু-পুত্র
আরেকটি – মস্ত ব্যবসায়ী ,
দেশের আর্থিক পরিকাঠামোয় –
‘ কোন ক্ষতি হলে , তুমিকি হবে দায়ী ! ’


নবনীবাবুর নয় সু-পুত্র
আর একটি – চলচিত্রের  অভিনেতা ,
দেশের সন্মান , দেশের  মুখ উজ্জ্বলে –
‘ আমায় ফেলোনা টেনে , শুরু করেছি যেথা ! ’


নবনীবাবুর নয় সু-পুত্র
আগেরটি – প্রধান ব্যাঙ্ক কর্মচারী ,
দেশের  অর্থনীতির  হিসাব  রক্ষায় –
‘ সময়ে কি  করে  ফিরবো  বলো  বাড়ী ! ’


নবনীবাবুর নয় সু-পুত্র
শেষেরটি – উচ্চ শিক্ষিত বেকার ,
দেশের গর্ব – নিশ্চিত হবে – স্থির লক্ষ্যে –
‘ থামোতো তুমি ! ’  তাগিদ নিজের নামটি লেখার ।


                      --------