কনে, মাথায় সিঁদুর তুলেই       ঘোমটাতে তোমায় ঢাকে
        নববর চাক্ষুস যে রয়্              আড়ালে তোমায় রাখে
এখান থেকেই শুরু, মেয়ে        এসেছ পরের ঘরে
        ঘোমটা জানান দিলো             থাকো, মাথা নত করে ।


ওহে নারী,
দুজনের হচ্ছে বিয়ে                একজন দেবে ঘোমটা
        আর কত নতাবে শির              ফাটাও এবার বোমটা        



শশুড় ভাশুড় শ্রদ্ধেয়               পরে না মাথার কাপড়
        এমনও কি তুলতে হয়             থাকলে ঘরে দেওর
কখন কে চলে আসে               মাথায় রাখাই ভালো
        নইলে হবে কলঙ্কিনী, পরে         যতই প্রদীপ জ্বালো ।


ওহে সমাজ,
ঘোমটা বড়োদের শ্রদ্ধায়, নাকি      কেবল পুরুষের জন্য
        বয়সে ছোট, সম্পর্কে ছোট          সমাজ তুমি ধন্য !



চারিদিকে কু-নজর  থেকে         রুপ আড়ালে রাখতে
        ঘোমটাটা দিয়েছ তুলে             শাক দিয়ে মাছ ঢাকতে
নিজের ব্যর্থতা ঢাকতে, দিচ্ছো        অন্যের মাথায় তুলে
        স্বার্থের কাজটা সারছো, ঠিক            সব কিছুকে খুলে .


ওহে পুরুষ,
স্ত্রীর রক্ষায় ব্যর্থ, তুমি             নজরের ও নেই ঠিক
        কাপুরুষ, তুমি ঘোমটা তোলো     নিজেকেই দাও ধিক ।


                         -------------