পড়ছে জল
        খলখল
যাচ্ছে ধুয়ে হলুদ মল ।


এমন কল
        নেই নল
গুয়ে গোবরে টলমল ।



নিচের তল
        ভুগছি ফল
কবে থেকে বলছি বল ।


মালিকের ছল
        ঠেলছে বল
ভাড়াটেদের ভারী দল ।



যেথায় চল
        মালিক দল
নিজের কলে ছেটাই তল ।


লাগলো নল
        ঢাকলো মল
প্রমাণ হল বুদ্ধিই বল ॥