- এ দিদি, মা বলেছে পড়াতে ...
- এটাও বলেছে
                 না পারলে চড়াতে ।
- জানিতো,তুই কি সত্যি সত্যি মারবি !
- তুই বল ভাই ,এই সুযোগ পেলে তুইও কি ছাড়বি?


- ভাই,  তুই নামতা জানিস ?
- তোরই ভাই এটাতো মানিস ।
- তবে বল ...
- বইতে আঙুল দে
            যা বলছি মিলিয়ে নিয়ে চল
                             নামতা একে নামতা
                             নামতা দুগুনে পান্তা
                             নামতা তিনে ক্ষেমতা ...
           এ দিদি তোর ক্ষেমতা আছে ?
- দোর দোর দোর ...
- বলনারে আছে !
- দুষ্টুমি করিসনা মার খাবি পাছে ...
             কিসের ক্ষমতা ?
- পারবি ...
             তবে বল দেখি এই নামতা !


দিদির মাথায় হাত
- ভাই তোর নামতা বলতে হবে না
             শুরু কর ধারাপাত ।
- ধারাপাত ! ও ধারা ...
             কর তোর কান খাড়া ...
                           এক-এ চন্দ্র
                           দুই-এ পক্ষ
                           তিন-এ নেত্র
এ দিদি তোর তো দুটো চোখ
             আর একটা কোথায় ?
- আমার মাথায় ...
- কই দেখতে পাচ্ছি নাতো ...
- সর সর , দূর হ
             তুই এখান থেকে যাতো ...
   আছে আছে
             এভাবে নয়
  ওটা অন্য দৃষ্টি দিয়ে দেখতে হয় ।
- দেখছি তো দেখা
- উফ :
             ন্যাকা ।


এই ভাই , তুই অঙ্কের বইটা বন্ধ করে
             ইংরাজিটা বের করতো ...
- দুর দুর কি যে করিস ...
             এই নে ধরতো ।
- আচ্ছা বলতো ...
             মাদার মানে কি ?
- কি আবার মা আর দাদা
- ধ্যাত গাধা
- তবে ...
- মাদার মানে মা
- ওহ , মা জননী করে দিও ক্ষমা ।
- বলতো ব্রাদার মানে কি ?
- এতো খুবই সহজ
              বাদার মানে বাবা ।
- উফ : কি হাবাগোবা !
- তুই তো বললি মাদারের মা-তে মা হবে
              দা-তে দাদা নয় ,
      তবে , বাদারের বা-তে বাবা হবে
              দা-তে দাদা হয় ?
- হায়রে ভগবান ...
- দেখ দিদি তুই শিখিয়েছিস
             এখন যদি ভুল বলিস
                          তুই মোলাখাবি কান ।


- তুই ভাই এসব রেখে বাংলাটা বের কর
- তুই না ঠিক পড়াতে পারিস না
           একবার বলিস এটাতো
                          একবার ওটা পড় ।
   আমি কত ভালো
           লেখাপড়া করে হবই
                         এই জগতের আলো !
   এই নে ধর ...
- তোকে দিতে হবে না উত্তর
- দুত্তোর ...
- শুধু আমি যা বলবো তাই বলবি
                          মনে থাকবে ...
- তোর এই দিদিভক্ত গুণধর ভাই
          তোর কথাতেই জাগবে ...
- তবে বল ... " অ-এ অজগর আসছে তেড়ে "
- ওরে বাবা পালাই ...
         নয়তো আমায় ফেলবে মেরে ...
   দিদি তুইও পালা
         মা আনছে বাঁশের চেরা
                        করবে ফালাফালা ।