বারো মাসে
     তেরো পার্বণ
বছরের পাতায়
     নীল কার্বন ।


আউশ আমন
     শেষে বোরো
নাঙল দিয়ে
     আবার খোঁড়ো ।


ফলনে ক্ষতি
     তবু ভরসায় -
কৃষকের চোখ
     সামনের বর্ষায় ।


অষ্টমী নবমী-
     বিদায় তবে ,
আসছে বছর
    আবার হবে ।


শত্রু পক্ষ
     গাঁড়ছে ভীত ,
এক মাসে
     যায় না শীত ।


বর্ষবরণ
     চড়ক শেষে ,
বছর বছর
     নতুন বেশে ॥