আবোল তাবোল


                 ছন্দের জাদুকর সুকুমার রায়



যতঃসব ভুল ভাল
    জানে নাকো বোঝে নাকো
যতঃসব গাঁজা খুুরি গল্প ;
বর্নের পরিচয়ে-
              বর্ন পরিচয় ।
তার প্রথম প্রাতে -
অ-বোল আ-বোল ।
কখনো কোন মা
তার সন্তান কে শিখিয়েছে ,
বাবু বাবু
     আ বলো তা বলো
আ তা একখানা ।


তার পর দেখো
হ জ র ল ব
      এ আবার কি ব্যঞ্জনবর্নের !
না আর পারা যায় না
না না, না হয় হ জ র পর্যন্ত ঠিক ছিল !
    পরের টা ত দিলে তাও একটা হতো !
কি করে যে পারে
যতঃসব আজগুবি !


বুঝলাম ছন্দের ভারসাম্য আছে
কিন্তু নিম গাছে হচ্ছে সিম !
পাগল !
মাথা খারাপ !
ক্ষ্যপা !
আজব একখানা !
পারে ও বটে .


হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন
আপনারা যেটা ভাবছেন ঠিক সেটাই .....
সুকুমারের সমালোচনা করছি .....
দুঃখিত দুঃখিত ,
শ্রদ্ধেয় সুকুমার রায় বাবুর ।
না হলে তো আপনারা আবার
আমার সমালোচনা করতে ছাড়বেন না !


আপনারা ও পারেন বটে বাপু !
চেনা নেই জানা নেই কবে কে
না বুঝে তাকে সন্মান দিয়ে দিল
আর আপনারা নিজে না বিচার
বিবেচনা করে তাকে মাথায় তুলে রেখেছেন !
আমি
হ্যাঁ আমি, ওনার সমালোচনা করছি ।
ভালো করে পরে দেখুন
উনি সমালোচনার  যোগ্য কিনা !


আমি কে যে ওনার সমালোচনা করবো !
আমি ও একজন .......
তা নাই বা হলাম
পাঠক হিসাবে ও তো
       হ্যাঁ করতেই পারি সমালোচনা ......
এবার বুঝেছেন ?
কেন ?
না দেখে না বুঝে কাউকে সন্মান দেবেন না
বুঝলেন ?
উনি যদি সন্মানের প্রাপ্য হন
আমাকে ও সন্মান দিন !
আমি ও প্রাপ্য !


সত্যি বলব
এটাই আমার উদ্দেশ্য
এই যা ধরে ফেলেছেন !
যা সব ফাঁস করে ফেললাম !
ধরা পরে গেলাম যে !
যা রে সব গেল !


ধরা পরেই যখন গেলাম
আর লুকিয়ে কি লাভ ?
মহৎ কারোর সমালোচনা করে ......
তবে আমিও .....
সহযে সকলের চোখে .....
হ্যাঁ ঠিক তাই
এ ভাবে হয় না
সত্যিই হয় না ।


যিনি হাসিয়ে হৃদয় জিতেছেন
তাঁকে ফাঁসাতে গিয়ে ......
নিজেই হাসির খোরাক হলাম !
দুঃখিত আমি
আমি সত্যিই দুঃখিত
তাঁর মতো মহৎ ব্যক্তিকে
এভাবে অসন্মানিত করে......


সত্যি বলি
কাজ ছিল না, সময় ছিল;
মাথায় কিছু আসছিল না
তাই উল্টো পাল্টা;
সত্যিই উনি যাদুকর ............
যাদু ভেলকিতে আমায় যেমন ফিরিয়ে আনলেন ।