ঝড় থামতেই ,
কোনরকমে বেরিয়ে এলাম ঘরের ভিতর থেকে ….


ধীরে ধীরে মেঘটা গুম মারতে শুরু করেছে
গায়ের ওড়নাটা ঠিক করতে করতে আকাশের দিকে তাকিয়ে ,
বুঝেই উঠতে পারছিলাম না –   সত্যিই কি প্রয়োজন ছিল !
- কি করে ফেললাম !
- কেন করে ফেললাম এটা !  
এতদিন ধরে তিলে তিলে জমিয়ে রাখা সংযম  
           এই কয়েক মুহূর্তের
           তৃপ্তির স্বাদ পেতে -    নিজেকেই  দিলাম সঁপে  !
চরম  সুখের জোয়ারে
          এই ক্ষণিকের তরে
          ভাসাতে -      নিজেকেই দিলাম অন্যের ভোগে  !  


ঝড় থেমেছিল ,
         তবে ঝড়ের রেশ ….
উৎকণ্ঠার জড়তায় দরদর বেগে ঘাম ঝরছিল ।
মুহূর্তের মধ্যে সব কেমন যেন ওলট পালট করে দিল ;
কিছুক্ষণ আগের চরম সুখের তৃপ্তির স্বাদ নিভে গিয়ে
মাথায় ঘুরেফিরে জেঁকে বসতে চাইছে –
শুধু মাত্র এতটুকুর জন্য ………..
  


যতটা সাধ জেগেছিল
পেয়েছি তারচেয়ে ঢের বেশী  
ইচ্ছে হয়েছে আবার পেতে , চাইলেই পাবোও ;
কিন্তু ,
যা হারালাম …….
তার কাছে এতো অতি নগণ্য , ক্ষুদ্রাতি ক্ষুদ্র তুচ্ছ ।
‘ কি হতে পারে ! ’ - ভেবেছিলাম , কিন্তু এভাবে ভাবিনি ….
ভেবেছিলাম – এখানেই আছে স্বর্গ ।
কিন্তু এখন ……
একটাই ভ্রূক্ষেপ   -   কেন হারালাম !


আমি নারী ।
লাজ - লজ্জাইতো নারীর ভূষণ ।
ভ্রনাক্ষরেও  কেউ টের পাবে না ;
কিন্তু নিজের বিবেক  
সেতো বারবার দংশন করে বলবে –
    নিজের যৌবন জ্বালা পূরণে  ,  পুরুষের সাথে একই বিছানায় ……
    নিজের দেহের ক্ষুধা মেটাতে ,  বেশ্যা বানিয়ে ফেললি !


হয়তো এতটা নয় -
বিয়ে তাকেই করবো ,
কিন্তু ভালবাসার উথাল পাতাল ঢেউ খেতে খেতে
         ধৈর্যের বাঁধ ভেঙে যে জল গড়িয়ে বন্যা হয়েছে !


আমার ……….
আর আমার রইল কই ?
সহজ সরল সাদাসিদে  নিষ্পাপ মেয়েটা – আর রইল কই !


নিজের উপর ঘৃণা আগেই ধরেছিল ।
তা পর্যবসিত হতে শুরু করেছে স্বত্বা বিসর্জনে ,
     নিজের আকাঙ্ক্ষা চরিতার্থের নেশায় -
     নিজেকে পুড়িয়ে ফেললাম ভালবাসার আগুনে !


আর বাগ মানল না -
ফোঁপাতে শুরু করেছি ।


ফোঁপাতে ফোঁপাতে নিঃশব্দে চিৎকার করতে শুরু করেছি –
আমি ভুল করেছি , আমি অন্যায় করেছি  ।
আমি পাপ করেছি  -   আমি পাপী ;
আমি দেহ বিকিয়েছি – আমি কলঙ্কিনী ;
আমি ভুল শুধরাতে চাই  ,
আমায় একটা সুযোগ দাও ।
আমায় শাস্তি দাও –
তা সে যতই কঠিন হোক না কেন নেব মাথা পেতে ।
শুধু ,
আমি ফিরে পেতে চাই ……
আমায় ফিরিয়ে দাও  , আমি ফিরে পেতে চাই ………


জানি তা আর সম্ভব নয়
তবু বুকফাটা নিঃশব্দ চিৎকার যে থামাতেই পারছি না
যত সময় যাচ্ছে তীব্রতা যেন আরো বেড়ে চলেছে  ।


আর থাকতে পারলো না ,
গুম মেরে থাকা মেঘ ঝরিয়ে দিল ।
গর্জন করতে করতে সে যেন বলছে –
কাঁদ , আরও কাঁদ , যত জোরে মন চায় ……
আমাতেই নে মিটিয়ে  ……
কেউ টেরটিও পাবে না ।


অনেকক্ষণ হয়ে গেছে
একাকী আমি ছাদের উপর , ভিজছি
ধীরে ধীরে মনের  মধ্যে জেগে ওঠা বোধ দন্ধ ঘৃণা ধুয়ে নিস্তেজ হয়ে পরেছি
শরীরে কাঁপ ধরেছে ।
ওড়নাটা গায়ে জাপটে ,
সংযম শরীরে আগুনের ছোঁয়া না পেলে আর থাকা যাচ্ছে না -


দূর আকাশে মেঘটা এমন আকার নিচ্ছে
হতে পারে আবার বৃষ্টি নামবে ,   নাকি আবার ঝড় ? ……..আবার দুটোই !


                               ____________________