আমার যৌবনের
     উথাল পাতাল ঢেউ
এক জন , সেদিন
     জানেনিকো আর কেউ ।


ভালবেসে লুকিয়ে
     সঁপেছি তার হাতে
বিছানায় পেয়ে, সে
     লীলা খেলাতে মাতে ।


যেদিন থেকে পেয়েছি
     রক্তের তৃপ্ত স্বাদ
বারংবার বিছানায়
     তকে করেছি কাত ।


যৌবন জ্বালায়
     সেদিনও হয়নি ক্ষান্ত
গালি দিয়ে আমায়
     করেছিল সে শান্ত ।


বেশ্যা জুড়েছিল
     আমার নামের পাশে
সে কথাই আমায়
     ঠেলেছিল সর্বনাশে ।


বদলেছি মন
     বদলেছি তার দেহ
বিছানা ছাড়া আর
     জানেনি আজও কেহ ।



আজ আমার
      ক্ষিপ্রতা গেছে কমে
মন তবু
      একটুও যায়নি দমে ।


চেয়েছিলি তুই
     এভাবেই কাছে পেতে
বুঝেছি আজ
     যৌবন হারিয়ে যেতে ।


বেশ্যা হয়েই
     ঘেমেছি গোপন শরীরে
রয়ে গেছিস
     তবু তুই মোর গভীরে ।


পেয়েছি অনেক তবু
     পাইনি তোর স্বাদ
নিঃশব্দে মোর
     ঢেকে যায় আর্তনাদ ।


নষ্ট শরীর , তবু
     মন পেতে চায় তোরে
আসবি একবার
     বেশ্যা হলেও মনে করে ।


জানি ভুলেও
     করবি না আর বিয়ে
রাখবি কাছে
     রক্ষিতা বানিয়ে নিয়ে ।