প্রথম কবিতা
“ আমি কবি । “ কল্পনায় –
প্রকাশিত কবিতার প্রথম আল্পনায় ।
ছোটগল্প – নাটক – উপন্যাস – কাব্যগ্রন্থের গভীরতা ।।


প্রথম স্বরলিপি
“ আমি শিল্পী । “ বিশ্ববরা –
পাড়ার মঞ্চেই নিজেকে মেলেধরা ।
গ্রাম ,  শহর ,  দেশ ,  বিদেশ  তথাপি ।।


                                              --২--


প্রথম ভালোলাগা
“ আমি প্রেমী । “ ভাবনায়  –
অস্ফুট হৃদয়ের আলাপের তাড়নায় ।
ভালোবাসার আলতো পরশে শিহরণ জাগা ।


প্রথম ঝরোবৃষ্টি
“ আমি বর্ষা । “ বেশে –
খরাবুক তাপদাহ এক পসলায় ভেসে ।
শ্রান্ত-স্নিগ্ধ স্বতঃস্ফূর্ত সতেজ উন্মাদনা সৃষ্টি ।।


প্রথম অনুভূতি
“ আমি মা । “ স্নেহময়ী –
গর্ভধারণ নিশ্চিত , সর্গসম সর্বজয়ী ।
প্রসূতি , মা – ডাক ,বংশপ্রদীপ , সন্তান সুখ স্মৃতি ।।


                                                 ---৩---


প্রথম শ্রেণীকক্ষ
“ আমি শিক্ষক । “ ছায়া ছত্র –
কোচিং –এর বোর্ডেতে সূচি সূচিপত্র ।
লক্ষ্য শিক্ষক , প্রধান শিক্ষক , অধ্যক্ষ , কোষাধ্যক্ষ ।।


প্রথম ধাওয়া
“ আমি গোয়েন্দা । “ গর্ববোধ –
মদ – ঘাঁটি ইনফরমার প্রথম প্রতিশোধ ।
ময়নাতদন্তের দায়িত্ব কাঁধে সিবিআইতে যাওয়া ।।


প্রথম ফটোসুড
“ আমি ফ্লিমস্টার । “ ব্যস্ত চাপ –
টেলিছবির হাতে খড়ির অচেনা মেকআপ ।
ফ্যনেদের ফ্যনেতে টলিউড – বলিউড – হলিউড ।।


প্রথম বনৌষধিতে
“ আমি ডক্টর । “ শুশ্রূষা –
রক্তদান শিবিরে নবজন্মের বাঁসা ।
জেনারেল – স্পেশালিস্ট  - সুপার আরগ্য বধীতে ।।


                                                      ----৪----



প্রথম দলে
“ আমি খেলোয়ার । “ আত্মস্থলন –
প্রতিভার  প্রমানে  প্রথম  প্রতিফলন ।
প্রতি টুর্নামেন্টে , প্রতি ম্যাচে , প্রতি পদে , প্রতিফলে ।।


প্রথম মেরিটলিস্টে
“ আমি চাকুরিজীবী । “ স্পন্দন –
অ্যাপ্যেন্টমেন্ট লেটার হাতে , চাপা ক্রন্দন ।
গাড়ি – বাড়ি , টাকা – কড়ি ভবিষ্যৎ সুদূর দৃষ্টে ।।


প্রথম জনমানসে  
“ আমি রাজনীতিবিদ । “ উচ্চস্বর –
বক্তৃতার  মঞ্চই  রূপান্তরে  নিজঘড় ।
দায়িত্ববান – ক্ষমতাবান – কূটনীতির শিখরে বসে ।।


প্রথম ভালো কিছু
“আমি পদক প্রাপ্ত । “ বরেষূ –
লোকসমাজে জয়ধ্বনি , মহামান্য সমপেষু ।
পদ্মশ্রী , পদ্মভূষণ , পদ্মবিভূষণ , রাষ্ট্রপতি পিছুপিছু ।।


প্রথম শেষ
“ আমি মানুষ । “ অর্থে –
মান - হুঁশ মানুষেরই  স্বার্থে ।
সন্ধি-বিচ্ছেদ , শব্দে অর্থের রেশ ।।


                                                    -----৫-----