পাড়াময় ভাঙে ঘুম
          ভোরে,গলার রেওয়াজে
ঘষতে ঘষতে চোখ
         ঘড়িতে,চারটে যে বাজে।


কেউ দেয় কাঁথা মুড়ি
           কেউ,কানেতে চাপে বালিশ
কেউ রেগে ভেবে রাখে
          সকালেই,উঠে করবে নালিশ।


মায়ের সুবিধা, একডাকে
           ছেলে, উঠে বসে পড়তে
আঙুল দিয়ে চেপে কান
         মন চায়, টুঁটি চেপে ধরতে।


গলার রেওয়াজ তো নয়
             যেন,সিংহের গর্জন
সব চুপ, কত সাধনার
             ফলে, করেছে সে অর্জন ।

প্রতিভায় প্রতিবাদ, প্রতিরোধ
             গড়ে তোলা যায় না
হিংসায় জ্বলে যারা, নিন্দা
       একবার, নিজে দেখ আয়না।


সাধের ফুচকা, স্বাদের টক
             দেয়নাকো সে মুখে
দুঃখটাকে ভোগ করে সে
             গাইয়ে হবার সুখে।


পাড়ার মঞ্চে উঠতে গাইলে
       শোনে, ব্যঙ্গের করতালি
পণ আমার, গায়ক হবই
        সেদিন, তোদের চোখে বালি ।