তখনও আমি তোমার দিকে চেয়ে
তুমি ক্রমে সরু পথে বেয়ে;
ভাটার টানে ফুরিয়ে যাচ্ছে তোমার বুকের জল
আমার পায়ে তখনও রয়েছে বল
আরো চল আরো চল ....
যখন তুমি জোয়ার হয়ে এলে,
তখন  তোমায় ভাঁটায়  মনে  প্রাণে  ছুঁতে
তলিয়ে যাচ্ছি, আগত হঠাৎ তোমার স্রোতে
চাই যে আমি তোমায় হতে ।


তখনও আমি তোমার দিকে ধেয়ে
তুমি ক্রমে কালো পথে ছেয়ে;
সাঁঝের পানে ফুরিয়ে যাচ্ছে তোমার বুকের আলো
আমার দৃষ্টি তখনও রয়েছে ভালো
আরো জ্বালো আরো জ্বালো ....
যখন তুমি আলোক হয়ে এলে,
তখন তোমায় আঁধারে হাতরে গেছি পাছে
হারিয়ে যাচ্ছি, আগত হঠাৎ তোমার মাঝে
চাই যে আমি তোমায় কাছে ।