আমি ছিলাম,তোমার প্রতীক্ষায়
পূজোর ডালির মিষ্টি হয়ে -
জানতাম তুমি আসবেই,
এলেও
তবে, যখন এলে
পিঁপড়ে গুলো আমায় খেয়ে ফেলেছে
নেই বললেই চলে ;
থাক আর ছুঁয়ো না
তোমার ভরবে না।


আমি ছিলাম,তোমার প্রতীক্ষায়
সুধা মাখা ফুল হয়ে -
জানতাম তুমি আসবেই,
এলে ও
তবে, যখন এলে
পাপড়ি গুলো আমার ঝরে পরেছে
নেই বললেই চলে ;
থাক আর তুলো না
তোমার ভরবে না ।


আমি ছিলাম, তোমার প্রতীক্ষায়
নিরবে জ্বলা ধূপ হয়ে -
জানতাম তুমি আসবেই,
এলেও
তবে, যখন এলে
আগুণ পুড়িয়ে আমায় ছাই করেছে
নেই বললেই চলে ;
থাক তুমি নিও না
তোমার ভরবে না ।


আমি ছিলাম, তোমার প্রতীক্ষায়
মৌচাকে ভরা মধু হয়ে -
জানতাম তুমি আসবেই,
এলেও
তবে, যখন এলে
মৌ গুলো আমার নিয়ে ফেলেছে
নেই বললেই চলে ;
থাক তুমি ঢেলো না
তোমার ভরবে না ।


আমি ছিলাম, তোমার প্রতীক্ষায়
ভরা মেঘে বৃষ্টি হয়ে -
জানতাম তুমি আসবেই,
এলেও
তবে, যখন এলে
মেঘ গুলো আমার সরে পরেছে
নেই বললেই চলে ;
থাক আর ভিজো না
তোমার ভরবে না ।


আমি ছিলাম, তোমার প্রতীক্ষায়
আলো সাত রঙে গোধূলি হয়ে -
জানতাম তুমি আসবেই,
এলেও
তবে, যখন এলে
আলো গুলো আমার কালো হয়েছে
নেই বললেই চলে ;
থাক তুমি মেলো না
তোমার ভরবে না ।