চৈত্রের প্রখর দুপুর
তাপদগ্ধে কাটফাটা পথে  
  তুই এলি,  আগুনের ফুলঝুরি হয়ে
               শশীরে ঘামের বিন্দু লয়ে
ভেবেছিলি,   আগুন ধরাবি তোর নামে  
    আমায়   ভেজাবি তোর ঘামে
    আমার   গরম সহ্য হয় না
               সত্যি বলি ভাল লাগে না  


বর্ষার সিক্ত বিকেল
জল-কাদায় প্যাচপ্যাচে পথে
  তুই এলি,   এক দমকা ঝাপটা হয়ে
               ভিজে বৃষ্টির জল লয়ে
চেয়েছিলি,   সিক্ত করতে তোর ঝাপসায়
    আমায়   ভিজিয়ে দিতে তোর লালসায়
    আমার   বৃষ্টি সহ্য হয় না
               সত্যি বলি ভাল লাগে না


পৌষের কনকনে রাত
ঘন কুয়াশার শুনশান পথে
   তুই এলি,   ঠোঁটে বরফ হয়ে
                হিমের পরশ লয়ে
চেয়েছিলি,   তোর শীতল স্পর্শে ছুঁতে
     আমায়   তোর হিমের পরশে ধুতে
     আমার   ঠান্ডা সহ্য হয় না
                সত্যি বলি ভাল লাগে না ।


বসন্তের স্নিগ্ধ সকালে
সৌরভে সুরভিত পথে
তুমি এলে,   নবাগত বধূ হয়ে
               সঠিক জবাব লয়ে
    চাইলে,   দেখাতে একবার
               আমায় আর কতবার !
    আমার   একাকীত্ব সহ্য হয় না
               তোমায় ছাড়া ভাল লাগে না ।  


                               _______