আমি সর্বনাশে...
তাই তোমায় বিদায়...
তুমি সর্বনাশ নিয়েেও বাঁচতে চাইতে...
তবুও তোমায় বিদায়...


আগে তোমায় তোমায় যেমন ভালবাসতাম
আজও তেমনি বাসি
ভুল,
তার চেয়ে অনেক অনেক বেশি
কি ভাবছ তখনও ছিল অভিনয়
আর, আজও সেই নাটক....
তোমাদের পক্ষে এ ভাবনাটাই হয়তো ঠিক
কিন্তু, আমি তো জানি
তোমায় ভালবাসতাম কিনা
আর আজ কেন তার চেয়ে এতো বেশী ভালবাসি
মনে প্রানে, হৃদয় দিয়ে...


জানো, আমার বিবেক বলছে
তুমি অন্যে কারও হয়ে যাও
যেমনটা অনেক আগে আমি হয়ে গেছি
তাঁঁর মধ্যে দিয়ে যদি একটু ভালো থাকতে পারো
একটু কেন, আমাকে ভুলে পুরোপুরি
আবার মন বলছে
তোমার ভাল থাকার বিকল্প কোন রাস্তা কি নেই
সত্যি বলি মন দিয়ে মানতেই পারছি না
তুমি অন্য কারও হয়ে যাবে !
যেটা বলে ডিভোর্সটা করিয়ে নিলে
আমিতো জানি এটা সত্য নয়
তোমার চালাকি
আমার নিরাপদ সুুখময় জীবনের কামনায়
আর কত বিসর্জন দেবে নিজেকে
শুধুমাত্র একটা মানুষের ভালো চেয়ে
নিজের বাবা মা আইন কানুন
সব কিছুতেই লড়লে তার জন্য
যে তোমার সর্বনাশ ছাড়া কিছুই দিতে পারেনি
আর আমি নিজের স্বার্থ-চরিতার্থে
চুপিসারে কিভাবে ডিভোর্স করিয়ে নিলাম
নিজের বিবেক তো সদয়!  তাই-
ও তো অন্যয কাউকে পেতে চলেছে
যদি ভাল থাকে!


আচ্ছা তুমি সত্যি কি অন্য কারও হবে
হতে পারবে!
অন্য কেউ কি সত্যি তোমার হবে
কেন হবেে না ? মতো মেয়ে যদি না পারে
তবে আর কেউ পারবে না, এটা আমি জানি
আমারপরিবারের মতো স্বার্থপর
আর যে দুটি পরিবার হবে না সেও আমি জানি
তুমি যদি এই পরিবারে ভরিয়ে দিয়েছিলে
অন্যথা যে অনায়াসেই জয় করবে না বললেেও চলে
তবু ভাবনা...
তুমি ভাল থাকবে তো!
নাকি আমার মতো
একটা শরীর নিয়ে জীীবন কাটাতে হবে
বিশ্বাস করো আমি মনে প্রানে চাইছি
তুমি যেভাবে ভালো থাকতে পারবে, সেভাবে থাকো
যদি অন্য কারও হয়ে, তাতেও
কিন্তু, আর যেন তোমায় ঠকতে না হয়
তোমায় ঠকানো যে খুব সহজ
যখন ঠকেছো একবার...


আমি তোমায় কাছে রাখতে পারিনি
হয়তো পারবোও না
যদি পারি তবে তা কবে জানিও না
জানিনা সে সুযোগ এলেও তুমি আর দেবে কিনা
তবু একথা বলছি
আমি তোমায় ভালবাসতাম ভালবাসি বেসে যাবও
নাইবা পেলাম কাছে,পাশে
কিন্তু মনে...
আমারও যে ক্ষমতা নেই.


তুমি বলেছিলে ফিরিয়ে আনবই
আমাকে নিয়েই কথাটা
তুমি চাইলেই আইনের পথে তা পারতে
কিন্তু, সে পথে তুমি হাঁটোনি
হেঁটেছ উল্টোপথে
করলে সবকিছুই আমার ভালো চেয়ে
ভেবেছিলে এভাবে ফিরলে ফিরুক
যাকে ভালবেসেছ
তার ক্ষতি তোমার পক্ষে সম্ভব ছিল না
আসলে,
তার ভালো ছাড়া তুমি ভাবতেই পারো না
আজও, তোমার শেষ শ্বাসটুকু চেয়ে বসি
তাও তুমি দিয়ে দেবে, আমি জানি
আর যে যা ভাবুক, আর তাদের তুমি যা ভাবাও
সেই আমি তোমাকে দিয়ে...
স্বার্থ-চরিতার্থ করিয়ে নিলাম!


আমি আর ফিরলাম কই!
যদিও তুমি ফুরওনি তবুতো হেরে বসে আছো!
সত্যিই তো সারাটা জীবন নিজেকে হারিয়েছ
আমাকে জেতাতে, খুশিতে রাখতে, ভালো রাখতে
কি করোনি...
তোমার ভালবাসা বেহুলাকেও ছাপিয়েছে...
তুমি দেবী, আমার স্বর্গের।..
হে ভগবান,
আমাকে আমায় নিতে দাও
আমাকে তোমায় পেতে দাও।


                       -------------