ভেবো না আজ বলছি অবান্তর,
সেদিন দিনভর বয়ে গেল ঝড়,
বিষধর গোখরো সাপের মতোই
ফুঁসে উঠলো সাগর মহাসাগর।
তারপর?দিনান্তে আবার দেখেছি
ধংসলীলা,টর্নেডোর দৌরাত্ম।
সব বাস্তুচ্যুতরা অস্থায়ী ঠিকানায়
বসে করলো বলাবলি তুমি আদিম
হিংস্রতায় মশগুল হয়ে মজেছিলে
ধ্বংসলীলায়।
গোধুলিবেলায় গেরস্তদের নাস্তানাবুদ
করলে সেই নন্দিভৃঙ্গিদের দৌরাত্ম
দেখিয়ে।
দেখেছি হালিশহরে কতিপয় দুঃস্থদের
করতে চেয়েছো দেশান্তরী।বলবে কি,
কোন অপরাধে বিপন্ন-বেলায় সহস্র
পালকি-বেহারা ধূলিজালে নিজেদের
অবয়ব ঢেকে বেশ বীরের ভঙ্গিতেই
এক ঝটকায় বাড়িঘর ও গেরস্থালী
মাথার উপরে তুলে উল্লাসে মজে
দূর-দূরান্তরে উড়িয়ে নিয়ে ছারখার
করলো অবলীলায়?
এ কাজ করালে বটে,তবে মাটিতে
কপাল ঠুকেই বলতে পারি,‘সৃষ্টিকে
ধ্বংস করলে স্রষ্টা নিজের অস্তিত্বকে
বিপন্ন বোধ করতে থাকবে না বাকি!’