বহু কাল আগে এক বৈশাখে  
বাগিচায় মৃতপ্রায় আগাছাকে
প্রথম দেখেছি।দাবের প্রকোপে
ওদের সকলে ঝলসান,ফিকে।


আমি শুনেছি তাদের ক্রন্দন    
আমার হৃদয়-গহনে প্রস্রবণে,
অতিবেগুনি রশ্মি-গুচ্ছ ক্ষরণে    
আগাছারা মরণোন্মুখ তখন।


কলে-পড়া এক জন্তুর মতো      
বাঁচার আকুতি জানাল তারা
গ্রহ,শশী সকলে ছিল সংযত
সেই আবেদনে দেয়নি সারা।


অম্ল-বৃষ্টি ঝরলো থরে থরে  
সমগ্র আকাশের বুক চিঁড়ে।
সেসব অক্লেশে গিলেছে ওরা
মরণ-যন্ত্রণায় দেয়নি সারা।


অদ্ভুতভাবে প্রাণশক্তি ফিরে    
পেয়ে শ্বাসটুকু নিলো ধীরে।    
এক বনচর কোত্থেকে এসে  
সার যোগাল অদ্ভুত সাহসে।  


আগাছার বাড়বাড়ন্ত এখন    
বাগিচা নিধন যখন তখন।
অবলুপ্ত হবেই প্রাণ-স্পন্দন    
বাগিচার এটা ললাট লিখন।