বুঝিনি কিভাবে বেলা গেল এ ভবের হাটে
অস্ত রবি বলে, 'এখন চলে আয় পাড় ঘাটে    
হিসাব চুকিয়ে নেবার আর তো সময় নাই
চলে আয় এখনি খেয়া পেরবো এক সাথে।


সারাদিন করলি কি তুই শুধুই বেচাকেনা?
এতো সময় পেয়ে কি মেটাসনি লেনাদেনা?
চেয়ে দেখ খেয়ায় বসে মাঝি ডাকছে হেঁকে
এখনি ঘাট ছাড়বে দিনের শেষ খেয়া খানা।


বলে আরও, না-ভেবে দিন কাটিয়ে করলি কী?
আগে না-কষলে হিসাব মেটানো যায় নাকি?
আঁধারে খেয়া ছাড়লে হতে পারে নৌকাডুবি
লেনাদেনা যা হলো-না সে ভেবে করবি কী?'