জগতের ইষ্ট সাধনে
সবার দুঃখ নিরসনে
আকাশ প্রশস্ত হৃদয়ে  
রয়েছে সদা নির্ভয়ে।
  
গ্রহ-তারা-রবি-শশী  
দূরের নভশ্চর-বাসী    
সবে অনন্তকাল ধরে      
রহে তার বক্ষ জুড়ে।
    
উল্কাপিণ্ড লেজ তুলে  
উড়ে চলে পথ ভুলে
আঁধার-আচ্ছন্ন রাতে
অগ্নি-বিচ্ছুরণে মাতে।


নভ জুড়ে মেঘমালা  
উড়ে চলে দুই বেলা
গগনে বাঁধছে বসতি  
এটাই ওদের নিয়তি।


পক্ষীরা গগন বিহারে  
প্রতিদিন সদলে উড়ে
শস্যখেতে ছোঁয় ভূমি  
নীল আকাশকে চুমি।


পতঙ্গ হরেক বাহারি  
আকাশ জুড়ে সঞ্চারী    
ভূমিতে লুটায় তারা    
জীবনটা হলে সারা।


মনের অনন্ত কল্পনা    
বহু কাব্যের ব্যঞ্জনা
সবার বিচরণ ভূমি  
সমগ্র আকাশ খানি।
    
বিদেহীরা উড়ে চলে    
পরীবৎ ডানা মেলে,
নিশিথে নক্ষত্র সদলে        
দেখে তাদের বিহ্বলে।


মহাজাগতিক রশ্মিরা
পোড়াতে চাহে ধরা
ক্ষণিকে করতে ছাই
রক্তচক্ষু করে সদাই।


ওজোনের পরিমণ্ডল      
সাথে মেঘের কম্বল    
গগনে রহে অবিচল  
অশুভ করে বিকল।


জীব-জগতের স্বার্থে
জীবন-দীপ রক্ষার্থে
জাগ্রত রহে আকাশ    
নেই তার অবকাশ।