শহর-নগর নখর জানোয়ারের    
স্বর্গরাজ্য,হায়েনাদের বসত-ভূমি  
হিংসা-প্রতিহিংসার সুদৃঢ় গম্বুজের  
তলদেশে তাদের লালসার খনি।


লালা-বৃষ্টি ঝরে ওদের লকলকে  
জিভ থেকে।অম্ল-বৃষ্টিতে ভূপৃষ্ঠে
তৎক্ষণাৎ গ্যাঁজা ওঠে-থকথকে,
নিরীহ মানুষ কাঁদে অনাসৃষ্টিতে।


পথ-প্রান্তর,নদী,বনভূমি,গিরিপথ    
পেরিয়ে তারা যাবে গিরি-শিখরে।
সেথায় পৌঁছবেই,-নিয়েছে শপথ  
পরম-শান্তিতে সুনিদ্রার অভিসারে।


শিখরে হিম-শয্যায় শুয়ে হরষে
অন্তিম নিঃশ্বাস ছাড়বে বাতাসে।
স্নিগ্ধ শিশির-জলের কোমল পরশে
তাদের শবদেহ স্নাত হবে অবশেষে।