মনের মাঝে     সকাল সাঁজে    
     বইছে এক ভাবনা    
পুজোর দিনে     দুখীর সনে  
   থাকতে নেই কো মানা।      


হৃদে দামামা      দাদু ঠাম্মা  
   নেই কো অনেক ঘরে
মোর শৈশবে      সেই অভাবে          
    হৃদয় লতিয়ে পড়ে।


সকাল হলে       তাদের কোলে      
     জুটতো আমার ঠাঁই
মোর বায়না       কত যাতনা  
    তারা সয়েছেন ভাই।


বয়স হলে        শরীর টলে
     সমাদর গেল চলে
বাড়ীর বোঝা      সরানো সোজা
    অনাদরে দূরে ঠেলে।  
    
এক দিবসে        দাতার বেশে
     অশেষ স্নেহ ঢালি
বয়স ভারে        লতিয়ে পড়ে
    দুজনে গেলেন চলি।


তারা দুজনে       দুখের দিনে
      ছাড়লেন নিজ ঘর            
বৃদ্ধা বাসে        গেলেন শেষে
      সে নিয়তি নির্ভর।


বইছে ঝড়         কাঁপছে ধড়        
      আর নয় কো দূরে
পুজোর দিনে        ভাবছি মনে
      যাবোই তাদের ঘরে।


তাদের সনে         সেই সদনে    
       প্রবীণ আছেন যত
সবার সাথে         দিন কাটাতে
       বাসনা জাগছে কত।        


সমাজে ক্ষত         জাগে নিয়ত
       তাই তারা ঘর ছাড়া
ভাবো সমাজ         নাইকো লাজ
       কেন আজ দিশে হারা।