আমার পুজো   তোমার পুজো
    পুজোটা সবার বটে
বলতো পারো   ঢাকির ঘরে
   সুখ জুটছে কি রাতে?


নতুন জামা   হোক না কমা
  মিলছে কোথায় ভাই?
ভাই বোনেরা   কাঁদছে তারা
  বিষাদ জাগছে তাই।


পকেট মানি     কমিয়ে আনি    
  হাত দিই নাকো মোটে
যেটুকু পাই     সেটুকু ভাই
  তাই তো রেখে দি ঘটে।        


কলসি বলে    ঘটির জলে
   তৃষা কতটুকু মেটে
সেকথা ভাই    সত্যি তাই
   তবুও যেটুকু জোটে।


সবাই মিলে    হাত বাড়ালে
   কলসির গলা জল
তাই সকলে     উদার হলে
   জাগবে অশেষ বল।