পুজোর দিনে    সারা ক্ষণে
    ব্যস্ত আছেন যারা
সবার সুখে     মেতেই থাকে    
  রাত জাগছে গো তারা।


তাদের ঘরে    ভুগছে জ্বরে
     খাঁচায় বন্দী পাখী
রাত্তির জাগা    ঠাকুর দেখা
    সবই রইলো বাকী।


তাদের ঘরে    তাকাও ওরে
   ভাই বোনদের দিকে
দেব দেবীকে   টিভিতে দেখে
   দুঃখ ঘোচাতে থাকে।


ভাই বোনেরা   ঘরেই যারা
   কাটায় পুজোর রাতে
বাবার সাথে   নামলে পথে
    দুঃখ ঘোচে তাতে।


ভাবছি মনে    পুজোর দিনে
    পথেই নামবো ভাই
যান জটেতে    দিশা দেখাতে
    আলোক ধরতে চাই।



           (সমাপ্ত)