সহস্র আলোক বছর অজানা অচেনা পথে  
দূরবর্তী নক্ষত্রের থেকে উল্কার মতো ছুটে    
অর্ঘ মাতৃ-জঠরে পেয়ে সঞ্জীবনী সুধা ধারা  
এই ধরণীর বুকে অক্লেশে দিয়েছিল সাড়া।


প্রকৃতি জুগিয়েছে অফুরান আলো বাতাস
অনুরাগে দিয়েছে মহীরুহ গড়ার আশ্বাস।  
মায়ের মায়া মমতা ও স্নেহ ভালোবাসায়    
মাতোয়ারা ছুটেছে জ্ঞানের অদম্য স্পৃহায়।


হিমাদ্রির মতো উচ্চশির,সাগর হৃদয় যার    
তাকেও বইতে হয়েছে বিষম যন্ত্রণা ভার।
প্রজাপতির মতো সে যখন মেলেছে ডানা      
ডাক দিয়েছে প্রস্ফুটিত একটি হাসনুহানা।


এ যুগে সামাজিক আবহ বিকারের ফল
প্রকৃতির সকল আয়োজন হয়েছে নিষ্ফল।
বিচ্ছেদের অঙ্গীকার পৌঁছলো রক্তনালীতে    
সুতীব্র যন্ত্রণা অন্তরে বিঁধেছে সাথে সাথে।  


উত্তাল সাগরের ঝড়ে মাঝি খুব অসহায়        
দু্র্বার তরঙ্গ স্রোতে তরণী ডুবেছে হেলায়।
ছড়ির টানে করুন সুর উঠেছে বেহালাতে  
সমাজ তার দায় সেরেছে ধূপ,ফুল,মালাতে।