ভূগর্ভের জলের ভান্ডারটি থেকে
সীমাহীন বিশুদ্ধ জল উত্তোলনের  
স্পর্ধার বাড়বাড়ন্ত দেব-দানবের
সমুদ্র মন্থন কথাটি ভাবাতে থাকে।


ক্ষমতার দম্ভে মানুষ ভুলে গেছে
সমুদ্র মন্থনে কী পেলো অবশেষে।
সুধা উত্তোলনের শেষ ধাপে এসে
সুরাও সিন্ধু হতে উঠলো ভেসে।


ব্যাপকতর জল উত্তোলনের ফলে
‘আর্সেনিক’ মিশছে ভূগর্ভস্থ জলে
অচিরে এটাই হবে ধ্বংসের কারণ
মানুষ না করলে লালসা সংবরণ।