কালের সাথে সংঘাত বাঁধছে শত
সামাজিক চিত্র বদলে যাচ্ছে যত।
বরিষ্ঠদের হৃদয় জুড়ে জাগছে ক্ষত  
কুষ্ঠ রোগাক্রান্তের দেহচর্মের মতো।  
দুঃখে তারা মাথা ঠোকেন নিয়ত
যেন কাঠ-ঠোকরা ঠুকছে সতত।


অশীতিপর বৃদ্ধরা অবলম্বন চায়
বার্ধক্যের যষ্টি,আছে কে কোথায়?  
কাল সনে পাল্লা দেবার ব্যর্থতায়    
প্রশ্ন জাগছে সন্তানের দায়বদ্ধতায়।
নাগরিক জীবনে অতীব ব্যস্ততায়
সন্তানদের দেখা দিচ্ছে সীমাবদ্ধতা।
      
কর্মক্ষেত্রে সময়ানুবর্তিতা বাধকতা
প্রশ্নের মুখে তাদের মানবিক সত্ত্বা।
ভ্রান্তি গলা তোলে জিরাফের মতো
মানবিকতার নিরিখে খুবই সঙ্গত।  
সন্তানদের নিতে হয় ব্যর্থতার দায়  
বৃদ্ধদের দেখভালের পন্থাও বদলায়।


সেই পন্থাগুলির ত্রুটিবিচ্যুতির ফলে    
অন্তঃসলিলা নিত্যবহ ফল্গু-র মতো  
বৃদ্ধদের অন্তর জুড়ে বহমান ক্ষোভ    
সমকালীন আবহে এ অনন্য রোগ।
অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধা সহ পরিবার
অত্যাধুনিক রোগ ভোগের শিকার।