দুর্দিনের বন্ধুকে করেছ অবহেলা
টা-টা বলে ফিরিয়ে দিয়েছিলে অবেলা।
কী ভয়ানক দুর্মতি জেগেছিল মনে
রুদ্রমূর্তি ধরেছিলে জীবন যৌবনে।
ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষা বেঁধেছিল বাসা
মনে।সত্যকেও করেছিলে কোণঠাসা    
মিথ্যাচারিতায়।বোঝোনি,দিন বদল
হলে ডোবাবে বেকারদের অশ্রুজল।
ওই শোনো,বান ডাকে সাগর সংগমে
উথলিত তরঙ্গ রাশি আসছে ধেয়ে।
বলি,যমকাঁটা বিঁধছে কি গো মরমে?
ঠক ঠক করে কাঁপছ কি এই ভয়ে?  
শুনেছি,আত্মশুদ্ধি করেন মুক্তিকামী
অলক্ষ্যে সব দেখেন নাকি অন্তর্যামী।