মাগো,গ্রহণ লেগেছে বলে তোমার নির্দেশে
আত্মশুদ্ধি-করনের লাগি’ মোহনায় সাগর
সঙ্গমে তোমারি স্রোতে আমি,তোমার এই
উলঙ্গ শিশু সন্তান টি স্নান সেরে তোমাকে
প্রণামী উঠেছি তীরে।
তাকিয়ে দেখেছি,কী দুর্দশা আমার।দেহ ময়
পাঁক।দুর্গন্ধ ছেয়েছে গায়।বরাহ শাবক যেন।
আমি কেঁদেছি দুখে।মুখ বুজে মাটিতে খেয়েছি
গড়াগড়ি।
তোমার এই শিশু সন্তানটির দশা দেখে তুমি
রেগে আমাকে করেছ তিরস্কার।মাগো,এই
সীমাহীন পাঁক তুমি যে বয়ে এনেছ দীর্ঘ পথ
পেরিয়ে আসতে।সে পাঁকেই মজেছি আমি।
মাগো,তোমার এই শিশু সন্তানের জ্ঞাতার্থে
বলো যদি কেন সে অপরাধী?