শত বর্ষ আগেই তোমার জন্ম লগ্ন থেকে
অসীম প্রয়াসে শিকড় ছড়ালে চারিদিকে।
     অজস্র ডালপালা ছড়িয়ে
     সুবিশাল মহীরুহ হয়ে
বারবার দেখেছ সুবিশাল আকাশটাকে।
বলতে পারো,কী বার্তা পেয়েছ আকাশ থেকে?
                
একাকী মেতে রইলে প্রাণীদের সেবা কাজে
অশেষ উল্লাসে রোজ সকাল থেকে দরাজে।
      দৃঢ় প্রত্যয়ে উন্নত শিরে
      রোদ-বৃষ্টি-ঝড়ে সেবা করে
ধরণী কে প্রাণীর বাসযোগ্য করার কাজে।
প্রচার বিমুখ বলে মুখ ঢেকেছিলে লাজে।


তুমি কি জানতে নাকো ক্ষমতার কুম্ভ থেকে
নিয়ত আশীর্বাদ চুইয়ে পড়ে চারিদিকে?
      তারই দৌলতে বলিয়ান
      সাথীদের নিয়ে আগুয়ান
তর্জনী দেখিয়ে চোখ রাঙাল তোমার দিকে।
আগুন ঝরেছিল ওদের রক্ত-চক্ষু থেকে।
                  
প্রভাব প্রতিপত্তি শালীর কু-নজরে পড়ে  
তুমি কেঁপে উঠেছিলে বারবার ভয়ে ভয়ে।
      অভিযোগ-মহীরুহে ঢাকা
      ওদের উল্টো রথের চাকা।    
অপরাধী তুমি!বলি-বদ্ধ হয়েছ বিচারে
নিঃস্বার্থ সেবা ধর্মের ঠাই নাই এ’সংসারে।